ইউপিএমে বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং পারস্পরিক সাংস্কৃতিক মেলবন্ধন জোরদার করতে রোববার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের দেওয়ান টাকলিমাত হলরুমে অনুষ্ঠিত হয়েছে জমকালো নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (বিএসএইউপিএম)। বিএসএইউপিএমের সভাপতি রাশনী উমাইয়া গাজীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এহতেশাম জিলহান বিন সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইসা ও উৎসব। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার অ্যানথেম। এরপর নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের হাতে সার্টিফিকেট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সংগীত পরিবেশন করেন ইভান, আদনান, সৈকত এবং জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম জান্নাত নিঝু। নৃত্য পরিবেশনায় অংশ

ইউপিএমে বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং পারস্পরিক সাংস্কৃতিক মেলবন্ধন জোরদার করতে রোববার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের দেওয়ান টাকলিমাত হলরুমে অনুষ্ঠিত হয়েছে জমকালো নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (বিএসএইউপিএম)।

বিএসএইউপিএমের সভাপতি রাশনী উমাইয়া গাজীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এহতেশাম জিলহান বিন সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইসা ও উৎসব।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার অ্যানথেম। এরপর নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের হাতে সার্টিফিকেট ও উপহার তুলে দেওয়া হয়।

ইউপিএমে বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সংগীত পরিবেশন করেন ইভান, আদনান, সৈকত এবং জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম জান্নাত নিঝু। নৃত্য পরিবেশনায় অংশ নেন সুমরিন, ফাহাদ, নওহা ও ফাহমিদা।

পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সমন্বয় করেন ঐশী, সামিরা, আভাস, তানভীর, বাশার, সালমান ফারসি ও রাহাত।

অনুষ্ঠানে স্পন্সর হিসেবে পাশে ছিল প্রাণ মালয়েশিয়া এসডিএন বিএইচডি এবং বিএসএইউপিএম অ্যালামনাই প্যানেল। অ্যালামনাই প্যানেল থেকে উপস্থিত ছিলেন নিপ্পন, মুগ্ধ, বশির, নিহাদসহ আরও অনেকে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে বিএসএইউপিএম ইউপিএমে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যের বিকাশে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow