ইউরোতে ১০০ মিনিটের ম্যাচ দেখার সম্ভাবনা কি ফুরোলো?

3 months ago 49

 

২০২২ ফুটবল বিশ্বকাপে ম্যাচ শেষের পরেও অনেকটা অতিরিক্ত সময় যোগ করার নিয়ম জারি করেছিল ফিফা। যার দরুণ প্রায় প্রত্যেক ম্যাচেই নির্ধারিত সময়ের পর ১০-১৫ মিনিট অতিরিক্ত খেলতে দেখা যায় দলগুলোকে।

ফিফার নিয়ম মেনে ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও এমন অতিরিক্ত সময় যোগ করার নিয়ম জারি করে কর্তৃপক্ষ। তবে এবার প্রশ্ন উঠেছে ইউরো কাপের মত বৈশ্বিক টুর্নামেন্টে এমন ১০০-১১৫ মিনিটের ম্যাচ খেলতে দেখা যাবে কি না।

উয়েফা এরইমধ্যে জানিয়ে দিয়েছে, ৯০ মিনিটের পর কেবলমাত্র গোলের উদযাপন, খেলোয়াড় পরিবর্তন, ইনজুরি, পেনাল্টি এবং লাল কার্ডের জন্যেই অতিরিক্ত সময় যোগ করা হবে।

উয়েফার এমন সিদ্ধান্তে অনেকটাই ফিকে হয়ে আসছে ১০০ মিনিটের ম্যাচ দেখার আশা। উয়েফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক প্লেয়ার্স ইউনিয়ন ফিফপ্রো।

২০২২ বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচে গড়ে সাড়ে এগারো মিনিট করে অতিরিক্ত সময় খেলা হয়েছিল।

আরআর/এমএমআর

Read Entire Article