ইউরোপের দলগুলোকে কোপায় খেলার প্রস্তাব স্কালোনির

3 months ago 35

বেশ কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছে কোন টুর্নামেন্টটি সেরা। ইউরো কাপ ও কোপা আমেরিকা নিয়ে দুই মেরুতে অবস্থান করছে এই দুই টুর্নামেন্টে খেলা দলগুলো। মূলত এমন ঘটনার অবতারণা ঘটেছে কিলিয়ান এমবাপের ‘ইউরো সেরা’- মন্তব্যের মাধ্যমে। তবে আর্জেন্টাইন কোচ সেই বিতর্কে যেতে নারাজ। তার কাছে পরিস্থিতি ও দল বিবেচনা দুই টুর্নামেন্টই তাদের নিজ নিজ জায়গা থেকে সেরা।

সেমিফাইনাল কানাডার বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ দুই টুর্নামেন্টের তুলনা সম্পর্কে বলেন, ‘আমার কাছে মনে হয় না একটা প্রতিযোগিতা থেকে আরেকটা বেশি কঠিন। দেখেন, দুই টুর্নামেন্টেই অনেক ভালো ভালো দল খেলে এবং তাদেরও সেই ভালো দলগুলো সেমিতে খেলছে, ইউরোর যাদেরকে আমরা বিশ্বকাপের সেমিতে মোকাবেলা করেছি। কিন্তু এর মানে এই নয় যে, আমরা ইউরোপিয়ান টুর্নামেন্টে গিয়ে সেগুলো জিতে আসতে পারবো। হয়তোবা জিততেও পারি।’

তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোপার দল এবং কোপার প্রতিযোগিতায় ইউরোপিয়ান দল খেলার প্রস্তাব রেখেছেন এই কোচ। ‘আমার মনে হয় দুইটাই সমান কঠিন টুর্নামেন্ট এবং আমি ইউরোপিয়ান দলগুলোকে কোপা আমেরিকায় খেলার প্রস্তাব জানাই তেমনি করে কোপার দলগুলোকেও ইউরোপের টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ জানানো উচিত।’

তবে স্কালোনির চাওয়া অনুযায়ী এমনটা তেমন হচ্ছে না। বিশ্বকাপ ছাড়া এমনটা হওয়ারও সম্ভাবনা নাই। স্কালোনি বলেন, ‘তবে বিশ্বকাপে তো মুখোমুখি হয় সবাই। শেষপর্যন্ত সবগুলোই কঠিন। আমার মনে হয় না, তেমন কোন পার্থক্য রয়েছে কঠিন টুর্নামেন্টের দিক দিয়ে।’

টুর্নামেন্টে কনকাকাফের একটি দল এবারের কোপার সেমিফাইনাল খেলছে। দলগুলোর উন্নতি বেশ চোখে পড়ার মতো। ভালো খেলেও টুর্নামেন্টের কোয়ার্টারে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কোস্টারিকা।

অংশগ্রহণকারী দলগুলোর তাই প্রশংসাও করেন স্কালোনি। ‘কনকাকাফের সঙ্গে আমাদের পার্থক্যটা অতটা বেশি না। মেক্সিকো গোল ব্যবধানে বাদ হয়েছে। যুক্তরাষ্ট্রও ভালো খেলেছে, কোস্টারিকা তো ব্রাজিলের সঙ্গে ড্র করেছে। আমরা যখন এই দলগুলির সঙ্গে খেলেছিলাম তখন বুঝেছিলাম তারা কতটা শক্ত প্রতিপক্ষ।’

আরআর/আইএইচএস/

Read Entire Article