ইউল্যাব এক্সিকিউটিভ এমবিএর উদ্যোগে নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান 

2 months ago 6

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘EMBA Converge 2025 : Farewell & Orientation’ শীর্ষক অনুষ্ঠান। 

শুক্রবার (৩০ মে) অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে দুটি ব্যাচকে স্বাগত জানানো হয়, তেমনি এমবিএ শেষ করা দুটি ব্যাচকে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার্থী ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বর্ষীয়ান অনন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশ-এইচআর ডিরেক্টর মালিক কবির এবং বিজনেস ডটকম-এ সিইও একেএম ফাহিম মাশরুর। তারা নেতৃত্ব, পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশের ব্যবসা পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সূচনায় ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. সারওয়ার আহমেদ স্বাগত বক্তব্যে শিক্ষায় উৎকর্ষ, নৈতিক নেতৃত্ব ও আজীবন শেখার মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রোগ্রামের ডিরেক্টর ড. শামসুদ্দিন আহমাদ এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ তৌহিদ রেজা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগত ও বিদায়ী শিক্ষার্থীদের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ অংশ সাংগীতিক ও সাংস্কৃতিক পরিবেশনায় মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং এই মাধ্যমেই অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।

Read Entire Article