ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

3 months ago 53

ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও অ্যালামনাইয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. এ কে এনামুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ সামিউর রশীদ, প্রভোস্ট চ্যান জো জিম এবং ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনফরমেশন সিস্টেমস প্রোগ্রামের শিক্ষার্থী ম্যাকবেথ লরেঞ্জ রদ্রিগেজ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী ছাত্রছাত্রীদের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে এনামুল হক বলেন, ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ব্রাঞ্চ বরাবরই বিশ্বমানের উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করতে বদ্ধপরিকর। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী আলো ছড়াবে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট চ্যান জো জিম শিক্ষার্থীদের জাতি গঠনে নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান জানান এবং তাদের ভবিষ্যত স্বপ্ন পূরণের জন্য বিশ্ববিদ্যালয় থেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে বিগত সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে ডিনস লিস্টে স্থান পাওয়া বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান সম্মাননাপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

এসআইটি/এমএস

Read Entire Article