ইউসিটিসিতে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত

14 hours ago 5

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ের (ইউসিটিসি) সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে পূর্বের সিন্ডিকেট সভার কার্যবিবরণী নিশ্চয়নসহ গৃহীত সব সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে সভায় ইউসিটিসির প্রতিষ্ঠাতা মো. ওসমান, বরেণ্য শিক্ষাবিদ বুয়েটের মেকানিক্যাল বিভাগের সাবেক প্রফেসর ড. কায়কোবাদ, চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য কাজী সালাহউদ্দিন আকবর উপস্থিত ছিলেন।

এ ছাড়া আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড.  নুরুল আবছার, রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব  সালাহউদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ) আব্দুল কাদের তালুকদার, উপ-রেজিস্ট্রার আবু জাবেদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিদয়ানুল হক, সহকারী রেজিস্ট্রার এস এম শহীদুল আলম ও প্রশাসনিক কর্মকর্তা মো. আকরামউদৌল্লাহ। 

Read Entire Article