ইউসিটিসির কোষাধ্যক্ষ আহমেদ শরীফের বিদায় সংবর্ধনা

2 months ago 33

স্বাস্থ্য ও ব্যক্তিগত কারণে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) কোষাধ্যক্ষ ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আহমেদ শরীফ তালুকদার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইউসিটিসির সম্মেলন কক্ষে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপাচার্য ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, বুয়েটের সাবেক অধ্যাপক ও বর্তমান ইউসিটিসির যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এ আজমি, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রিদুয়ানুল হক, সহকারী রেজিস্ট্রার শহীদুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, আহমেদ শরীফ তালুকদার স্বাস্থ্য ও ব্যক্তিগত কারণে ইউসিটিসির কোষাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২০ আগস্ট তার পদত্যাগপত্র চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইউসিটিসি বরাবর দাখিল করেন। যা রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের পর বাস্তবায়ন করা হয়েছে।

তিনি ১৭ ডিসেম্বর ইংরেজি বিভাগের সব দায়িত্ব থেকেও অব্যাহতি নিয়েছেন। সভায় উপস্থিত সকলে আহমেদ শরীফের অবদানের কথা উল্লেখ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Read Entire Article