এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এতে বছরের প্রথমদিনে ইনডেক্সধারী শিক্ষকরা বেতন পেলেন। এখন থেকে প্রতি মাসের ১ তারিখে বেতনের এমপিও’র অংশ ঝামেলামুক্তভাবে পেয়ে যাবেন শিক্ষকরা।
বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) ইএফটি কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীম।
- আরও পড়ুন:
ইএফটিতে জানুয়ারি থেকে শিক্ষকদের বেতন, উদ্বোধন বুধবার
পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধন ১ জানুয়ারি
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার শিক্ষাবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এসসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান প্রমুখ।
ইএফটি কার্যক্রম চালু হওয়ায় জাল শিক্ষক-কর্মচারী, দুই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবৈধভাবে বেতন-ভাতা নেওয়া শিক্ষক-কর্মচারী চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকের সঠিক সংখ্যা জানা যাবে। তাছাড়া চাকরিজীবন শেষে শিক্ষার্থীদের অবসর সুবিধার অর্থ তুলতেও সুবিধা হবে।
এদিকে, একই স্থানে দ্বিতীয়পর্বে ২০২৫ শিক্ষাবর্ষের প্রায় সাড়ে ৬ কোটি শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। তবে এবার পাঠ্যবই সময়মতো ছাপা না হওয়ায় অনলাইন ভার্সনের উদ্বোধন করা হচ্ছে।
এএএইচ/এমআরএম