ইএফটিতে জানুয়ারি থেকে শিক্ষকদের বেতন, উদ্বোধন বুধবার

3 weeks ago 14

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা তুলছেন। অনেকে জাল সনদ ব্যবহার করে চাকরি বাগিয়ে নিয়েছেন। অনেক প্রতিষ্ঠান থেকে শিক্ষক চাকরি ছাড়লেও প্রতিষ্ঠানপ্রধান সেই তথ্য লুকিয়ে মাসের পর মাস সরকারি অংশের বেতন-ভাতা তুলে আত্মসাৎ করেন। আবার চাকরি শেষে অবসর ভাতা তুলতেও হয়রানির মুখে পড়েন মানুষ গড়ার কারিগররা। তাছাড়া বিদ্যমান পদ্ধতিতে বেতন-ভাতা পেতেও ভোগান্তিতে পড়তে হয় শিক্ষকদের।

এমপিওভুক্ত কয়েক লাখ শিক্ষকের এমন সমস্যা নিরসনে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে শিক্ষকদের বেতন-ভাতা ও অবসর সুবিধা দেওয়ার উদ্যোগ নেয় সরকার। দীর্ঘদিন ধরে চলছে সেই প্রস্তুতি।

অবশেষে শিক্ষকদের অপেক্ষা শেষ হচ্ছে। নতুন বছরের প্রথম দিনে আগামী ১ জানুয়ারি ইএফটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি সূত্র জানায়, পরীক্ষামূলকভাবে এরই মধ্যে কয়েকটি উপজেলার এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে সফলভাবে বেতন-ভাতা দেওয়া শুরু হয়েছে। এখন পুরো কার্যক্রমটি প্রস্তুত। জানুয়ারি মাস থেকে সব শিক্ষককে ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দিতে চায় সরকার।

এদিকে, ইএফটিতে বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধনে ১ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিশেষ অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার শিক্ষাবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এসসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান প্রমুখ। সভাপতিত্ব করবেন মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীম।

এএএইচ/এমআরএম

Read Entire Article