ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘ঈদের ছবি’

2 months ago 28

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে নানা স্বাদের অনুষ্ঠান। আর সেসব অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান হলো ‘ঈদের ছবি’। 

মুক্তি প্রতীক্ষিত সিনেমার নায়ক-নায়িকাদের অংশগ্রহণে নির্মিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। এটি মূলত আড্ডার অনুষ্ঠান। যে আড্ডাকে জমজমাট ও প্রাণবন্ত করে তুলেছেন আমন্ত্রিত দুই অতিথি চিত্রনায়ক জিয়াউল রোশন ও চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। 

আর আড্ডার ফাঁকে ফাঁকে তারা জানিয়েছেন কীভাবে ঈদের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কতটা আনন্দময় ছিল শুটিংয়ের দিনগুলো। অনুষ্ঠানটি সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে গতানুগতিক যেসব অনুষ্ঠান হয়, আমরা চেষ্টা করেছি এর বাইরে গিয়ে ব্যতিক্রম কিছু করার। বিশেষ করে আড্ডাটাকে সত্যিকার অর্থেই প্রাণবন্ত করে তোলার আন্তরিক চেষ্টা ছিল আমাদের। এই চেষ্টা কতটুকু সফল হয়েছে, সে বিচারের ভার প্রিয় দর্শকের ওপর।’ 

উল্লেখ্য, ‘ঈদের ছবি’ অনুষ্ঠানটি প্রচার হবে বিটিভির ঈদ অনুষ্ঠানমালার প্রভাতী আয়োজনে। অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন (ঈদের পরদিন) সকাল ৮টা ৪০ মিনিটে।

Read Entire Article