ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের যে একাদশ খেলাতে পারেন আনচেলত্তি

3 months ago 71

বড় এক চ্যালেঞ্জ নিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে তার সাফল্যের হার আকাশছোঁয়া। এবার ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে কোচিং ক্যারিয়ারের অভিষেক ঘটবে ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচের।

কেমন করবেন তিনি? ব্রাজিলকে অনায়াসেই বিশ্বকাপে খেলার টিকিট জোগাড় করে দিতে পারবেন? কাদের নিয়ে লড়াই করবেন আনচেলত্তি? প্রথম ম্যাচেই বা তার একাদশ কেমন হবে? কারা কারা থাকবে সেই একাদশে?

এমন অনেক কৌতুহল ব্রাজিল ফুটবল এবং কার্লো আনচেলত্তিকে নিয়ে। ২৬ মে ব্রাজিল দলের দায়িত্ব নেয়ার পরপরই স্কোয়াড ঘোষণার মত কঠিন কাজটি করতে হয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে।

শুরুতেই আনচেলত্তির ব্রাজিলের পরীক্ষা ইকুয়েডর। বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে এই অভিজ্ঞ কোচের। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় শুরু হবে ইকুয়েডর-ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ব্রাজিলকে ইকুয়েডরের মাঠে গিয়ে খেলতে এই ম্যাচটি।

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতর্থ স্থানে রয়েছে এখন ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর। আবার ম্যাচটি ইকুয়েডরের মাঠে। সুতরাং, ব্রাজিলের জন্য ম্যাচটি যে খুবই কঠিন হতে যাচ্ছে, তা বলাই বাহূল্য।

এই ম্যাচে কোন ১১জন ফুটবলারকে শুরুর একাদশে রাখতে পারেন কার্লো আনচেলত্তি? স্পোর্টস ইলাস্ট্রেটেড সেই সম্ভাব্য একাদশ তুলে ধরেছে পাঠকদের জন্য।

গোলরক্ষক: অ্যালিসন।

ডিফেন্ডার: ভেন্ডারসন (রাইটব্যাক), মার্কুইনহোস (সেন্টারব্যাক), দানিলো (সেন্টারব্যাক), কর্লোস অগাস্তো (লেফটব্যাক)।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস (ডিফেন্সিভ মিডফিল্ডার), গারসন (ডিফেন্সিভ মিডফিল্ডার), ম্যাথিউস চুনহা (অ্যাটাকিং মিডফিল্ডার)।

ফরোয়ার্ড: রাফিনহা (রাইট উইং), ভিনিসিয়ুস জুনিয়র (লেফট উইং), রিচার্লিসন (স্ট্রাইকার)।

আইএইচএস/

Read Entire Article