ইচ্ছে আছে কিন্তু বেশি আশা নেই, আইপিএল প্রসঙ্গে রিশাদ

2 months ago 27

আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। ১৪ উইকেট নিয়েছিলেন এই রিস্ট স্পিনার। এবার আইপিএলের নিলামে উঠবে তার নাম। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার ইচ্ছে থাকলেও বেশি আশা করতে চান না বলে জানিয়েছেন রিশাদ। 

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। রিশাদ বলেন, ‘ইচ্ছা তো সবার থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো—তাহলে কষ্টও পাব না।’ স্বপ্ন থাকলেও আশায় বুক পেতে অপেক্ষা করতে চান না রিশাদ। কারণ, তখন দল না মিলতে বাড়তে পারে কষ্টও। বিপিএলের নিলামেও দল পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছিল তার।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে আসন্ন লিগের নিলাম। দল পাওয়া না পাওয়া নিয়ে খুব একটা চিন্তা নেই জানিয়ে তিনি বলেন, ‘সাধারণত আমি এরকম চিন্তা করি না। যেমন বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না।’ 

তবে সুযোগ এলে নিজের সেরাটা দিতেও প্রস্তুত জানিয়েছেন এই লেগ স্পিনার, ‘আমার উপর আত্মবিশ্বাস আছে। ভালো দিন খারাপ দিন সবারই আসে যায়। আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’ রিশাদ বিশ্বকাপের পর নিজের মধ্যে আরও বৈচিত্রতা যোগ করেছেন। বোলিংয়ে নতুন কিছু শেখার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ শেষ করার পর অনেক কিছু নিয়েই কাজ করছিলাম, ভেরিয়েশন, লাইন-লেন্থ। আশা করছি সামনের সিরিজগুলোতে ভালো করার চেষ্টা করব।’

Read Entire Article