‘ইজতেমার ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ হিসেবে উপস্থাপন বিভ্রান্তিকর’

4 weeks ago 16

টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের হাতে তাবলিগের সাথি ভাইদের ওপর সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ হিসেবে উপস্থাপন করাকে ভুল ও বিভ্রান্তিকর বলেছেন ওলামা মাশায়েখ বাংলাদেশের আলেমরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ওলামা মাশায়েখ বাংলাদেশের ওলামা মাশায়েখ বাংলাদেশের মিডিয়া বিভাগের মাওলানা আফসার মাহমুদের সই করা যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা।

বিবৃতিদাতা নেতারা হলেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি মাসউদুল করীম।

টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের হাতে তাবলিগের সাথি ভাইদের ওপর সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, কিছু মিডিয়ায় এ ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা ভুল ও বিভ্রান্তিকর।

আলেমরা স্পষ্টভাবে আরও বলেন, এই হামলায় তাবলিগের নিরীহ সাথি ভাইদের ওপর একতরফা আক্রমণ চালানো হয়। সুষ্ঠু ও ইনসাফ ভিত্তিক বিচারের স্বার্থে এ বিষয়ে মিডিয়ায় সঠিক তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি। আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়ায় টঙ্গী ইজতেমার ময়দানে তাহাজ্জুদ নামাজরত, জিকিররত ও ঘুমন্ত তাবলিগের সাথি ভাইদের ওপর সাদপন্থীদের বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ বলে উপস্থাপন করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক।

দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তারা বলেন, এই ন্যক্কারজনক ঘটনাকে দুপক্ষের বলে উপস্থাপন করলে চিহ্নিত দোষী গোষ্ঠীর অপরাধ হালকা করা হবে। তাই অতর্কিত এই নারকীয় হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত দোষীদের অপরাধ হালকা না করে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য আমরা মিডিয়ার দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিবৃতিদাতারা কয়েকটি দাবির কথা উল্লেখ করে বলেন, সাদপন্থীরা এ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করার দ্বারা দাওয়াত ও তাবলিগের কাজ করার নৈতিক অধিকার হারিয়েছে। তাই আমরা এ দেশে তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোরালো আহ্বান জানাই।

Read Entire Article