ইডেন কলেজে নবীনদের বরণে আবহ ফাউন্ডেশনের ‘মেহেদী উৎসব’

নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ইডেন মহিলা কলেজে ‘মেহেদী উৎসব’ এর আয়োজন করেছে আবহ ফাউন্ডেশন। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় ইডেন মহিলা কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। অনুষ্ঠানে সাহিত্যপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে ‘আবহ’ প্রকাশনাসমূহের প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি মেহেদী ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সংস্কৃতির চর্চা বৃদ্ধি ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবীন শিক্ষার্থী সাথী আক্তার বলেন, এ ধরনের আয়োজন আমাদের জন্য আনন্দদায়ক ও অনুপ্রেরণাদায়ক। নবীনদের কথা ভেবে এমন সুন্দর উদ্যোগ নেওয়ায় আবহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আয়োজক প্রতিনিধি ফাতেমা জান্নাত বলেন, নবীন শিক্ষার্থীরা নানা প্রতিকূলতা অতিক্রম করে ক্যাম্পাস জীবনে প্রবেশ করেছে। তাদের মানসিকভাবে উৎসাহিত করতেই এই আয়োজন। আমরা চাই তারা সুস্থ সংস্কৃতির ধারায় শিক্ষা অর্জন ক

ইডেন কলেজে নবীনদের বরণে আবহ ফাউন্ডেশনের ‘মেহেদী উৎসব’

নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ইডেন মহিলা কলেজে ‘মেহেদী উৎসব’ এর আয়োজন করেছে আবহ ফাউন্ডেশন।

রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় ইডেন মহিলা কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।

অনুষ্ঠানে সাহিত্যপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে ‘আবহ’ প্রকাশনাসমূহের প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি মেহেদী ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সংস্কৃতির চর্চা বৃদ্ধি ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নবীন শিক্ষার্থী সাথী আক্তার বলেন, এ ধরনের আয়োজন আমাদের জন্য আনন্দদায়ক ও অনুপ্রেরণাদায়ক। নবীনদের কথা ভেবে এমন সুন্দর উদ্যোগ নেওয়ায় আবহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

আয়োজক প্রতিনিধি ফাতেমা জান্নাত বলেন, নবীন শিক্ষার্থীরা নানা প্রতিকূলতা অতিক্রম করে ক্যাম্পাস জীবনে প্রবেশ করেছে। তাদের মানসিকভাবে উৎসাহিত করতেই এই আয়োজন। আমরা চাই তারা সুস্থ সংস্কৃতির ধারায় শিক্ষা অর্জন করুক এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠুক।

তিনি আরও জানান, অনুষ্ঠানে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বাতাসা ও মুড়ি বিতরণের আয়োজন করা হয়, যাতে তার হত্যার বিচারের দাবি নতুন প্রজন্মের মাঝে সচেতনভাবে স্মরণে থাকে।

আবহ ফাউন্ডেশন একটি আদর্শিক ছাত্রীকল্যাণমূলক সংগঠন। সংগঠনটির স্লোগান- ‘অপসংস্কৃতির ভিতে করি আঘাত, সুস্থ সংস্কৃতির আনি প্রভাত’। শিক্ষার্থীদের নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে সংগঠনটি নিয়মিত বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow