ইতালি যাওয়া হলো না আলী হাওলাদারের, পরিবারে শোকের মাতম

4 months ago 33

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে আলী হাওলাদার (৩২) নামের মাদারীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে।

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে ইতালির দক্ষিণ উপকূলে ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আলী হাওলাদারের বাড়ি মাদারীপুরের শিবচরে। বুধবার (১৯ জুন) সকালে এই খবরে পরিবারে চলছে শোকের মাতম।

নিহত আলী হাওলাদার শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছান আলী হাওলাদার। এর আগেও একবার সমুদ্রপথে ভূ-মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তিনি ব্যর্থ হন। সোমবার (১৭ জুন) লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিতে যান। এসময় দুর্ঘটনায় ১১ জন মারা যান।

আরও পড়ুন

নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার জানান, দেশে থাকাকালীন ইজিবাইক চালিয়ে তার স্বামী সংসার চালাতেন। তাদের ছয় বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে আছে। ধারদেনা করে বিদেশে যাওয়ার জন্য ১৫ লাখ টাকা খরচ হয়েছে।

তিনি বলেন, ‘সবাইকে ভালো রাখতে জীবনের ঝুঁকি নিয়ে আমার স্বামী সাগরপথে ইতালি যাচ্ছিলেন। অথচ এ যাত্রায় তার প্রাণ দিতে হলো। এ শোক আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে পরিবারটি সহযোগিতা করা হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস

Read Entire Article