ইতালি শ্রমিক লীগের সভাপতি ইলিয়াস, সম্পাদক নাসিম

3 months ago 39

ইতালিতে জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুন) ভিত্তোরিও ফুড অব রোমা রেষ্টুরেন্টে সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জাতীয় শ্রমিক লীগ ইতালি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হলেন মো.ইলিয়াস মোল্লা, সাধারণ সম্পাদক মো. নাসিম হোসাইন হাওলাদার।

কমিটির সহ-সভাপতি হয়েছেন সানাউল্লা শামীম, মো. ফারুক, মো. সুমন হক ভুঁইয়া, মনির লাকুরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক মো. হালিম মিয়া।

জাতীয় শ্রমিক লীগ ইতালি শাখার আহ্বায়ক ইলিয়াস মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব নাসিম হোসাইনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু ও প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. ফিরোজ হোসাইন।

এসময় আযম খসরু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোড মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে বয়স্কভাতা, মহিলাভাতা, পেনশনস্কীম এবং মুক্তিযোদ্ধাভাতা চালু করেছে। নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছেন। এসময় তিনি প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আহ্বান করেন।

সম্মেলনে প্রধান বক্তা মো. ফিরোজ হোসাইন বলেন,পৃথিবীতে শ্রমিকবিহীন কোন আন্দোলন সফল হয়নি। আমরা সবাই শ্রমিক, যারা ইতালিতে থাকেন কষ্ট করে অর্থ উপার্জন করেন। সেই অর্থ প্রেরণ করে দেশের অর্থনীতিকে গতিশীল রাখেন। তাই আপনারা বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের রিজার্ভকে সমৃদ্ধিশালী করবেন।

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি, আব্দুর রউফ ফকির, আফতাব বেপারী, সরদার লুৎফর রহমান, সিকদার মজিবর রহমানসহ অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা।

এসআইটি/জেআইএম

Read Entire Article