ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাহিদ ইসলাম নামের (৩৫) এক বাংলাদেশির নিহত হয়েছেন। রোমের অদূরে মারিনো দি আরদেয়া শহরে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) মারিনো দি আরদেয়া এলাকায় আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে (পেট্রোল স্টেশনে) দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি নিহত হন।
নাহিদ ইসলামের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে। তিনি ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছেন।
ব্যক্তি জীবনে নাহিদ ইসলাম বিবাহিত এবং পরিবার ইতালিতে থাকেন। তার দুটি সন্তান রয়েছে, ছেলের ৫ বছর এবং মেয়ের বয়স ৭ মাস। তাকে বাঁচাতে হাসপাতালে নেওয়ার পথে হেলিকপ্টার আসার কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে অভিবাসী পরামর্শক এম রহমান লিটন প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাস কথা পরিবার শোক প্রকাশ করেছেন।
এদিকে নাহিদের মৃত্যুর খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্যের প্রার্থনা করেন আল্লাহর কাছে।
এমআরএম/জেআইএম