ইতালিতে প্রবাসীদের পোস্টাল ভোট নিয়ে বিএনপির কর্মসূচি

প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ভোট গ্রহণের ঘোষণা আসার পর এ বিষয়ে সাধারণ প্রবাসীদের সচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সহজভাবে সাধারণ জনগণের মাঝে উপস্থাপনের লক্ষ্যে তিনি ইতালির ২২টি প্রভিন্সে ধারাবাহিক সফর শুরু করেছেন। রোববার (২৩ নভেম্বর) সফরের অংশ হিসেবে লিভর্নো ও পিজা প্রভিন্স সফর শেষে তিনি উপস্থিত হন ইতালির শিল্পনগরী ভিছেন্সাতে। ঢালী নাসির উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন ভিছেন্সা বিএনপি ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এসময় উপস্থিত ছিলেন ভিছেন্সা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি সিকদার মো. কায়েস, সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার, সাবেক সদস্য ইমরান খান, সাবেক সহসভাপতি জাফর আহমেদ, সাবেক সিনিয়র সহসভাপতি রনি শেখ, বিএনপি নেতা আব্দুল হালিম, শিবলী সাদিকসহ স্থানীয় বিএনপি, যুবদল এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা। এছাড়া ভিছেন্সা বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন ভেনিস বিএনপি, ভেনিস যুবদল, লিভর্নো বিএনপি, লাস্পেসিয়া বিএনপি

ইতালিতে প্রবাসীদের পোস্টাল ভোট নিয়ে বিএনপির কর্মসূচি

প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ভোট গ্রহণের ঘোষণা আসার পর এ বিষয়ে সাধারণ প্রবাসীদের সচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সহজভাবে সাধারণ জনগণের মাঝে উপস্থাপনের লক্ষ্যে তিনি ইতালির ২২টি প্রভিন্সে ধারাবাহিক সফর শুরু করেছেন।

রোববার (২৩ নভেম্বর) সফরের অংশ হিসেবে লিভর্নো ও পিজা প্রভিন্স সফর শেষে তিনি উপস্থিত হন ইতালির শিল্পনগরী ভিছেন্সাতে।

ঢালী নাসির উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন ভিছেন্সা বিএনপি ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এসময় উপস্থিত ছিলেন ভিছেন্সা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি সিকদার মো. কায়েস, সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার, সাবেক সদস্য ইমরান খান, সাবেক সহসভাপতি জাফর আহমেদ, সাবেক সিনিয়র সহসভাপতি রনি শেখ, বিএনপি নেতা আব্দুল হালিম, শিবলী সাদিকসহ স্থানীয় বিএনপি, যুবদল এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা। এছাড়া ভিছেন্সা বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন ভেনিস বিএনপি, ভেনিস যুবদল, লিভর্নো বিএনপি, লাস্পেসিয়া বিএনপি ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অভ্যর্থনা অনুষ্ঠানের বক্তব্যে ঢালী নাসির উদ্দিন প্রবাসীদের পোস্টাল ভোটের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং রেজিস্ট্রেশন পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, ‘এই প্রথম প্রবাসীদের ভোটাধিকার কার্যকর হওয়ার সুযোগ এসেছে। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।’

তিনি প্রবাসীদের মধ্যে যেহেতু অনেকেই এই প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞাত— তাই বিএনপির প্রতিটি প্রভিন্স শাখা ও বিশেষ করে ভিছেন্সা বিএনপিকে জনগণকে সহায়তা করার আহ্বান জানান। বিএনপির প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিও সভায় তুলে ধরেন ঢালী নাসির উদ্দিন। এ বিষয়ে তিনি প্রচারপত্র বিতরণ করেন এবং প্রবাসীদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার আশ্বাস দেন।

ভিছেন্সা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি সিকদার মো. কায়েস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার জানান, তারা টিম গঠন করে কমিউনিটি পর্যায়ে গিয়ে প্রবাসীদের পোস্টাল ভোট সম্পর্কে অবহিত করবেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন প্রভিন্সের নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করতে সর্বাত্মক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, লিভর্নো বিএনপির সাধারণ সম্পাদক আশিক মিয়া, লাস্পেসিয়া বিএনপির নুর মোহাম্মদ দেওয়ান, ইতালি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিমন আহমেদ, ইতালি যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হাওলাদার, ইতালি বিএনপি উজ্জ্বল হুসেইন, লাস্পেসিয়া যুবদলের দুলাল আহমেদ, লাস্পেসিয়া বিএনপি মিন্টু শেখ, লাস্পেসিয়া যুবদেলর বাপ্পি খান ও লাস্পেসিয়া যুবদলের আব্দুল্লাহ প্রমুখ। 

অনুষ্ঠানের শেষে ভিছেন্সা বিএনপি নেতা আব্দুল হালিম আগত সকল অতিথির সম্মানে এক সুশৃঙ্খল ও পরিপাটি মধ্যাহ্নভোজের আয়োজন করেন, যা পুরো কর্মসূচিতে আতিথেয়তার একটি আনুষ্ঠানিক মাত্রা যোগ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow