ইতালিতে বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে রোমস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল এ দিনের মূল আকর্ষণ। দূতাবাসের রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী। আলোচনা পর্বে রাষ্ট্রদূতসহ উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ, সাংবাদিক ও তরুণ প্রজন্ম স্বাধীনতার গুরুত্ব ও প্রবাসীদের ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরে প্রবাসী শিশু-কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল অংশগ্রহণ বিজয় দিবসের গৌরবকে আরও প্রাণবন্ত করে তোলে।

ইতালিতে বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে রোমস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল এ দিনের মূল আকর্ষণ।

দূতাবাসের রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী।

আলোচনা পর্বে রাষ্ট্রদূতসহ উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ, সাংবাদিক ও তরুণ প্রজন্ম স্বাধীনতার গুরুত্ব ও প্রবাসীদের ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরে প্রবাসী শিশু-কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শেষ হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল অংশগ্রহণ বিজয় দিবসের গৌরবকে আরও প্রাণবন্ত করে তোলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow