ইতালিয়ান পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

1 month ago 10
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক মো. আক্তারুল ইসলাম (৪০) যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার থেকে প্রায় ৩০০ গজ ভেতরে পুটখালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইতালিতে তৈরি একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলামকে আটক করা হয়। এ বিষয়ে পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার মো. সলিমুল্লাহ বলেন, আটককৃত অস্ত্র ব্যবসায়ী ও জব্দকৃত অস্ত্র-গুলি বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
Read Entire Article