নাম ইতালিয়ান ওপেন, অথচ ঘরের টুর্নামেন্টই নারী এককে ৪০ বছর জিততে পারছিল না স্বাগতিকদের কেউ! দীর্ঘ বিরতির পর সেই আক্ষেপ মেটালেন জেসমিন পাওলিনি। সরাসরি সেটে কোকো গাউফকে হারিয়ে নারী এককের শিরোপা ঘরে তুলেছেন এই ইতালিয়ান।
রোমের ফোরো ইতালিকোতে স্বাগতিক দর্শকদের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন জেসমিন। উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লাও। জেসমিন অবশ্য স্বাগতিক দর্শকদের হতাশ করেননি।... বিস্তারিত