ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : খোকন
নরসিংদী-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশে ফ্যাসিস্ট ও দানবীয় সরকার আর যেন না আসে, তার জন্য ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মাঠে জেলা কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আর জনগণের শক্তিতে যেন জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়।
তিনি আরও বলেন, জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। কোনো চক্রান্ত, ষড়যন্ত্র করে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। যারা আমানতের খেয়ানত করবে না, দেশের উন্নয়ন করবে, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করবে তাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে।
নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্সের সঞ্চালনায় অনুষ
নরসিংদী-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশে ফ্যাসিস্ট ও দানবীয় সরকার আর যেন না আসে, তার জন্য ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মাঠে জেলা কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আর জনগণের শক্তিতে যেন জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়।
তিনি আরও বলেন, জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। কোনো চক্রান্ত, ষড়যন্ত্র করে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। যারা আমানতের খেয়ানত করবে না, দেশের উন্নয়ন করবে, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করবে তাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে।
নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা রানাসহ বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতারা।
পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর দুই হাজার অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।