ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ব্রিটজকে

6 days ago 5

পাঁচ ওয়ানডের পাঁচটিতেই ফিফটি। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে বিশ্বরেকর্ডই করে ফেললেন। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডেতেই ৫০ ছাড়ানো ইনিংস খেললেন তিনি। ২৬ বছর বয়সী এই ব্যাটার পেছনে ফেলেছেন ভারতের নভোজিৎ সিং সিধুকে। 

অভিষেকের পর ব্রিটজকে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছেন। প্রতিটিতেই করেছেন ফিফটি প্লাস স্কোর—১৫০, ৮৩, ৫৭, ৮৮ এবং ৮৫। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো ব্যাটার অভিষেকের পর প্রথম পাঁচ ইনিংসে এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি। পাশাপাশি, তিনি এখন অভিষেকের পর পাঁচ ম্যাচে সর্বোচ্চ রানের মালিকও।

ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসে ব্রিটজকের ৪৬৩ রান। প্রথম পাঁচ ম্যাচে আর কারও ৪০০ রানও নেই। আগের রেকর্ডটা ছিল টম কুপারের ৩৭৪।

লর্ডসে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৮৫ রানের ইনিংস খেলেন ব্রিটজকে। জোফরা আর্চারের শিকার হওয়ার আগে ট্রিস্টান স্টাবসের সঙ্গে ১৪৭ রানের জুটি গড়েন তিনি।

Read Entire Article