বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজনে ৩২টি মিডিয়া হাউজ নিয়ে শুরু হয়েছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল-২০২৫ আসর। ‘এইচ’ গ্রুপে খেলছে চ্যানেল আই। খেলার প্রথমদিনে দৈনিক ইত্তেফাককে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ঐতিহ্যবাহী চ্যানেলটি। জয়ে আসরের শেষ ষোলোয় উঠে গেছে দলটি। পল্টনের আউটার স্টেডিয়ামে সকালের ম্যাচে প্রথমার্ধের খেলা ছিল বেশ অগোছালো। এসময় চ্যানেল আই বেশ কয়েকটি […]
The post ইত্তেফাককে হারিয়ে শেষ ষোলোয় চ্যানেল আই appeared first on চ্যানেল আই অনলাইন.