ইথিওপিয়ায় ড্রোন হামলা, নতুন সংঘাতের শঙ্কা

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তিগ্রায় অঞ্চলে ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এক শীর্ষ তিগ্রায়ান কর্মকর্তা ও এক মানবিক সহায়তা কর্মীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ঘটনাটি কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক শক্তির মধ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়িয়েছে। শনিবার তিগ্রায়ান ওই কর্মকর্তা জানান, তিগ্রায়ের এনটিচো ও গেনদেবতা এলাকার কাছে দুটি ইসুজু ট্রাকে ড্রোন হামলা চালানো হয়। দুটি এলাকা একে অপরের থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। তার দাবি, ইথিওপিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনী এই হামলা চালিয়েছে, তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এক স্থানীয় মানবিক সহায়তা কর্মীও ড্রোন হামলার ঘটনা নিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স। হামলার সময় ট্রাক দুটিতে কী বহন করা হচ্ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ডিমসি ওয়েইয়ানে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছে। তাদের দাবি, ট্রাকগুলোতে খাদ্যসামগ্রী ও রান্নার জিনিসপত্র পরিবহন করা হচ্ছিল এবং হামলায় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, সরক

ইথিওপিয়ায় ড্রোন হামলা, নতুন সংঘাতের শঙ্কা

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তিগ্রায় অঞ্চলে ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এক শীর্ষ তিগ্রায়ান কর্মকর্তা ও এক মানবিক সহায়তা কর্মীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ঘটনাটি কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক শক্তির মধ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়িয়েছে।

শনিবার তিগ্রায়ান ওই কর্মকর্তা জানান, তিগ্রায়ের এনটিচো ও গেনদেবতা এলাকার কাছে দুটি ইসুজু ট্রাকে ড্রোন হামলা চালানো হয়। দুটি এলাকা একে অপরের থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। তার দাবি, ইথিওপিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনী এই হামলা চালিয়েছে, তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এক স্থানীয় মানবিক সহায়তা কর্মীও ড্রোন হামলার ঘটনা নিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

হামলার সময় ট্রাক দুটিতে কী বহন করা হচ্ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ডিমসি ওয়েইয়ানে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছে। তাদের দাবি, ট্রাকগুলোতে খাদ্যসামগ্রী ও রান্নার জিনিসপত্র পরিবহন করা হচ্ছিল এবং হামলায় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, সরকারপন্থি কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেছেন, ওই ট্রাকগুলোতে অস্ত্র বহন করা হচ্ছিল।

উল্লেখ্য, ইথিওপিয়ার জাতীয় সেনাবাহিনী ও টিপিএলএফ যোদ্ধাদের মধ্যে প্রায় দুই বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে, যা ২০২২ সালের শেষ দিকে থামে। গবেষকদের মতে, ওই যুদ্ধে সরাসরি সহিংসতা, স্বাস্থ্যব্যবস্থার ভেঙে পড়া এবং দুর্ভিক্ষের কারণে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। নতুন করে ড্রোন হামলার ঘটনা তিগ্রায় অঞ্চলে আবারও অস্থিরতা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow