ইনজামামকে মাথা কাজে লাগাতে বললেন রোহিত

3 months ago 26

অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে ভারতীয় পেসার অর্শদীপ সিং কীভাবে এত রিভার্স সুইং পেলেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইনজামাম উল হক। পাকিস্তানি এই কিংবদন্তি দাবি করেন, বল নিয়ে কিছু (টেম্পারিং) করা হয়েছিল।

ইনজামামের মতো ক্রিকেটার এমন অভিযোগ করেছেন, স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দিকে ধেয়ে গেলো প্রশ্ন। ইনজামামের অভিযোগ নিয়ে কী বলবেন রোহিত?

সংবাদ সম্মেলনে রোহিত জবাবটা দিলেন এভাবে, ‘কী উত্তর দেব! আপনি যদি সূর্যের নিচে খেলেন, উইকেট শুষ্ক থাকে, বল নিজে নিজেই রিভার্স সুইং করে। সব দলের বোলাররাই রিভার্স সুইং পাচ্ছে। শুধু আমাদের বোলাররা নয়। মাঝেমধ্যে মাথা কাজে লাগানো গুরুত্বপূর্ণ। আপনাকে বুঝতে হবে, আমরা কোথায় খেলছি। ম্যাচটি ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় হচ্ছে না। এটুকুই শুধু বলব।’

এর আগে ইনজামাম পাকিস্তানের টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালকে বলেছিলেন, ‘১৫তম (আসলে ১৬তম) ওভারে অর্শদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না? এর মানে বল ১২-১৩ ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এলো, রিভার্স হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’

অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার সেলিম মালিকও বল টেম্পারিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তার মতে, শুধু বোলার নয়, আশপাশের ফিল্ডারদের দিকেও নজর রাখা উচিত।

এমএমআর/জেআইএম

Read Entire Article