ইনজুরি কাটিয়ে ফেরার লড়াইয়ে হার না মানার বার্তা নেইমারের

1 day ago 8
সান্তোসে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা ব্রাজিল সুপারস্টার নেইমার ইনজুরি কাটিয়ে দ্রুত মাঠে ফেরার সংকল্প জানালেন। দীর্ঘদিন চোটের কারণে বাইরে থাকলেও, সোমবার জিমে কঠোর পরিশ্রমের ছবি শেয়ার করে তিনি স্পষ্ট বার্তা দিলেন—তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং হাল ছাড়ছেন না। গত কয়েক সপ্তাহ ধরে পেশির চোটে ভুগছেন নেইমার। তবে ইনস্টাগ্রামে তার অনুশীলনের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি হার মানি না!’ যা ইঙ্গিত দিচ্ছে, শিগগিরই তিনি মাঠে ফিরতে পারেন। আল-হিলালে হতাশাজনক সময় কাটানোর পর সান্তোসে ফিরে নিজের সেরা ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছেন নেইমার। তবে একের পর এক ইনজুরি তাকে সমস্যায় ফেলেছে। এবার সান্তোস ক্লাব তার পুনর্বাসন ও শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। ৭ এপ্রিল বাহিয়ার বিপক্ষে সান্তোসের পরবর্তী ম্যাচ। এখনো নিশ্চিত নয় তিনি সেই ম্যাচেই ফিরবেন কি না, তবে তার সাম্প্রতিক আপডেট দেখে মনে হচ্ছে, ব্রাজিলিয়ান তারকা শিগগিরই মাঠে নামার জন্য প্রস্তুত হতে চলেছেন।  View this post on Instagram A post shared by Neymar Jr (@neymarjr)
Read Entire Article