ইনজুরির দুঃসংবাদে জর্জরিত রিয়াল, অনুপস্থিত থাকতে পারেন এমবাপ্পেসহ ১২ জন
লা লিগায় গুরুত্বপূর্ণ সময়ের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে রিয়াল মাদ্রিদ। আলাভেসের বিপক্ষে রোববারের ম্যাচে সর্বোচ্চ ১২ জন খেলোয়াড়কে না পাওয়ার শঙ্কায় আছে দলটি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে, যিনি এখনও পুরোপুরি ফিট নন। চোটের কারণে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। গত সপ্তাহে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে অস্বস্তি অনুভব করার পর থেকেই তাকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে ক্লাব। এর সঙ্গে রয়েছে আঙুল ভাঙার সমস্যাও। শুক্রবার অনুশীলনে ফিরলেও সাম্প্রতিক দিনগুলোতে তিনি দলের সঙ্গে পুরো সময় অনুশীলন করেননি। ক্লাব-ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, আলাভেসের বিপক্ষে এমবাপ্পের খেলার সম্ভাবনা আপাতত কম। তবে হাঁটুর অবস্থার উন্নতি হলে শেষ মুহূর্তে তাকে ভিটোরিয়া সফরকারী দলে রাখা হতে পারে। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, দানি কারভাহাল, ডেভিড আলাবা, ফেরলান মেন্ডি ও এদের মিলিতাও। পাশাপাশি কার্ডজনিত কারণে নিষিদ্ধ আলভারো কারেরাস ও ফ্রান গার্সিয়া। ফলে প্রথম দলের কোনো স্বীকৃত ফুলব্যাক ছাড়াই মাঠে নামতে হতে পারে রিয়ালকে। এ
লা লিগায় গুরুত্বপূর্ণ সময়ের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে রিয়াল মাদ্রিদ। আলাভেসের বিপক্ষে রোববারের ম্যাচে সর্বোচ্চ ১২ জন খেলোয়াড়কে না পাওয়ার শঙ্কায় আছে দলটি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে, যিনি এখনও পুরোপুরি ফিট নন।
চোটের কারণে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। গত সপ্তাহে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে অস্বস্তি অনুভব করার পর থেকেই তাকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে ক্লাব। এর সঙ্গে রয়েছে আঙুল ভাঙার সমস্যাও। শুক্রবার অনুশীলনে ফিরলেও সাম্প্রতিক দিনগুলোতে তিনি দলের সঙ্গে পুরো সময় অনুশীলন করেননি।
ক্লাব-ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, আলাভেসের বিপক্ষে এমবাপ্পের খেলার সম্ভাবনা আপাতত কম। তবে হাঁটুর অবস্থার উন্নতি হলে শেষ মুহূর্তে তাকে ভিটোরিয়া সফরকারী দলে রাখা হতে পারে।
ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, দানি কারভাহাল, ডেভিড আলাবা, ফেরলান মেন্ডি ও এদের মিলিতাও। পাশাপাশি কার্ডজনিত কারণে নিষিদ্ধ আলভারো কারেরাস ও ফ্রান গার্সিয়া। ফলে প্রথম দলের কোনো স্বীকৃত ফুলব্যাক ছাড়াই মাঠে নামতে হতে পারে রিয়ালকে। এমন পরিস্থিতিতে একাডেমির কিশোর ডিফেন্ডার ভিক্তর ভালদেপেনিয়াসকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, আন্তোনিও রুডিগার ও ডিন হাউসেনের ম্যাচ খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
লা লিগ টেবিলে বর্তমানে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পাঁচ লিগ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি, যা কোচ জাবি আলোনসোর ওপর চাপ আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে আলাভেসের বিপক্ষে ম্যাচটি রিয়ালের মৌসুমের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
What's Your Reaction?