‘ইনভেন্টরি অব মেজর ওয়েটল্যান্ডস অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

3 hours ago 4

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘ইনভেন্টরি অব মেজর ওয়েটল্যান্ডস অব বাংলাদেশ’ এর মোড়ক উন্মোচন হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন দেশের খ্যাতনামা পানি ও পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল নাসের।

মোড়ক উন্মোচনকালে অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, ‘বাংলাদেশের জলাভূমি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে গবেষণা ও তথ্য সংরক্ষণ সময়ের দাবি। ড. খন্দকার আজিজুল ইসলামের এই গবেষণাধর্মী বইটি আমাদের জলাভূমি সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি মূল্যবান সংযোজন।’

বইটি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে লেখক ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের জলাভূমি একসময় সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ হলেও এ বিষয়ে পর্যাপ্ত গবেষণা ও তথ্য সংরক্ষণের অভাব রয়েছে। এই বইটি সেই শূন্যস্থান পূরণের প্রচেষ্টা। এতে দেশের প্রধান জলাভূমির তালিকা, তাদের বৈশিষ্ট্য ও সংরক্ষণ ব্যবস্থাপনার বিশদ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, যা গবেষক, নীতিনির্ধারক ও পরিবেশবিদদের জন্য সহায়ক হবে।’

অধ্যাপক ড. নিয়ামুল নাসের বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের জলাভূমি সংকটাপন্ন। এই গবেষণাধর্মী বইটি জলাভূমি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গবেষণাধর্মী এই বইটি এনআরবি স্কলার্স পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এবং এটি পরিবেশ, জলবায়ু ও প্রতিবেশবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে বিবেচিত হবে।

এসআরএস/বিএ

Read Entire Article