ইনহেলার হাতে মেঝেতে পড়ে ছিল নারীর বিবস্ত্র মরদেহ

1 month ago 10

যশোরের অভয়নগরে ইনহেলার হাতে বিবস্ত্র অবস্থায় সুফিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার রাজঘাট মোয়াল্লেমতলা গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত সুফিয়া বেগম মোয়াল্লেমতলা গ্রামের মৃত কাজী আকরাম হোসেনের মেয়ে।

প্রতিবেশী ও আত্মীয় অহিদুজ্জামানের মেয়ে রাজিয়া সুলতানা বলেন, সোমবার (৪ আগস্ট) সুফিয়া ফুফু জ্বালানি কাঠ কাটার জন্য একটি ছোট দা নিতে আমাদের বাড়িতে আসেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই দা ফিরিয়ে নিতে ফুফুর ঘরে গিয়ে দেখি, খাটের নিচে মেঝেতে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। ডান হাতের মুঠোয় একটি ইনহেলার ধরা রয়েছে। এসময় চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেন।

মৃতের ছোট বোন মহিমা বেগম বলেন, ‘স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিঃসন্তান সুফিয়া আপু প্রায় ২০ বছর ধরে নিজ বাড়িতে একা বসবাস করতেন। বাড়ির জমি, নগদ টাকা ও অল্প স্বর্ণালংকারও ছিল তার। শারীরিকভাবে বিছুটা অসুস্থও ছিলেন তিনি। খাট থেকে পড়ে তার মৃত্যু হতে পারে না। এই মৃত্যু স্বাভাবিক না, অস্বাভাবিক বলে মনে হয়েছে।’

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ঘরের ভেতর থেকে বৃদ্ধা নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/এসআর/এমএস

Read Entire Article