ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
ইন্দোনেশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রিয়াউ প্রদেশের বাটাম শহরের একটি জাহাজমেরামত কারখানায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে এমটি ফেডারেল–টু নামের ট্যাঙ্কারটির রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। বাটাম শহরটি সিঙ্গাপুর থেকে সমুদ্রপথে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং জাহাজের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা শুরু করে।
স্থানীয় পুলিশপ্রধান আসেপ সায়ফরুদ্দিন জানিয়েছেন, বুধবার বিকেল পর্যন্ত ১০ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও ১৮ জন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি বলেন, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কারের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ বিস্ফোরণে বাটামের পশ্চিমাঞ্চলের শিল্প এলাকায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
নিহত ও আহত ব্যক্তিরা সবাই এএসএল শিপইয়ার্ডের কর্মচারী। এটি ওই অঞ্চলের অন্যতম বড় জাহাজ নির্মাণ ও মেরামত প্রতিষ্ঠান। আহতদের বাটামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এটি এই শিপইয়ার্ডে সংঘটিত দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে, গত জুনের শেষ দিকে এই শি