ইন্সটাগ্রামের মতো স্টোরি রি-শেয়ার দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে

1 month ago 30

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত চ্যাট তো আছেই অফিসের তথ্য আদান প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজও করা হচ্ছে প্ল্যাটফর্মটিতে। শুধু তথ্য আদান প্রদান নয়, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয় এখানে।

এছাড়া হোয়াটসঅ্যাপে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো স্টোরি শেয়ার করা যায়। তবে এবার ইনস্টাগ্রামের মতো স্টোরি রি-শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নতুন একটি ফিচার পরীক্ষা করছে। যা ব্যবহারকারীদের নতুন কার্যকারিতা প্রদান করবে, সেই সঙ্গে ইন্টারফেস উন্নত করবে।

‘রি-শেয়ার স্ট্যাটাস আপডেটস’ ফিচারটি বর্তমানে পরীক্ষার পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীদের তাদের প্রোফাইলে স্ট্যাটাস আপডেটগুলো রি-শেয়ার করার অনুমতি দিয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো করতে চাইছে প্ল্যাটফর্মটি।

এই আসন্ন বৈশিষ্ট্যটি স্ট্যাটাস আপডেটগুলো রি-শেয়ার করার জন্য একটি দ্রুত শর্টকাট বাটন যুক্ত করে এবং ব্যবহারকারীদের স্ট্যাটাস আপডেটগুলো যেমন আছে বা আরও কাস্টমাইজ করে শেয়ার করতে দেয়।

ফিচারটি ইনস্টাগ্রামের রি-শেয়ার স্ট্যাটাস ফিচারের মতো। এটি ব্যবহারকারীদের স্ক্রিনশট নেওয়ার ঝামেলা বা মূল আপলোডারকে ব্যক্তিগতভাবে মিডিয়া পাঠাতে অনুরোধ করার ঝামেলাও বাঁচাবে। যাতে তারা তাদের প্রোফাইল থেকে স্ট্যাটাস পুনরায় শেয়ার করতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

Read Entire Article