ইপিবির ভাইস চেয়ারম্যানের সঙ্গে এফপিসিসিআই প্রতিনিধিদলের মতবিনিময়

12 hours ago 1

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নির্বাহী প্রধান ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঢাকা সফররত ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ে তারা মতবিনিময় করেন।

সভায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হ্রাস করতে সম্ভাব্য করণীয় ও চ্যালেঞ্জ উত্তরণের বিষয়ে আলোচনা হয়।

এফপিসিসিআই প্রতিনিধিদল জানায়, দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এফপিসিসিআই কাজ করে যাচ্ছে। সভায় দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে খাতভিত্তিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যার মধ্যে অন্যতম কৃষি ও কৃষিজাত পণ্য, ম্যান মেড ফাইবার, লেদার ও লেদারগুডস, ভোজ্যতেল, হালাল মাংস, হালাল পোশাক, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ ও হোম টেক্সটাইল উল্লেখযোগ্য।

ব্যুরোর নির্বাহী প্রধান ও ভাইস চেয়ারম্যান পরবর্তী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাকিস্তানকে বড় পরিসরে অংশগ্রহণের জন্য এফপিসিসিআইকে আহ্বান জানান।

প্রতিনিধিদলটি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের জন্য উভয় দেশে অনুষ্ঠিত আইকনিক বাণিজ্যমেলায় অংশগ্রহণের প্রস্তাবসহ বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আশা করা যায়।

সভায় এফপিসিসিআই সভাপতি আতিক ইকরাম শেখের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানসহ ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের ব্যবসায়ীরা। এতে নেতৃত্ব দিচ্ছেন এফপিসিসিআই সভাপতি আতিফ ইকরাম শেখ। প্রতিনিধিদলে পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা রয়েছেন। ৩০ সদস্যের প্রতিনিধিদলটি গত ১১ জানুয়ারি পাঁচদিনের সফরে ঢাকায় এসেছে।

এমকেআর/এএসএম

Read Entire Article