ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

2 hours ago 5

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৮ লাখ ৮৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামি এ মামলায় পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারির আদেশ দিয়েছেন।

সম্প্রতি ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ৬ষ্ঠ আদালত মামলাটির এ রায় ঘোষণা করেন। 

ন্যাগোসিয়েবল ইনষ্টুমেন্ট অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারায় আসামি রাসেল দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। আদালত রায়ের আদেশে আসামিকে আগামী ৬০ দিনের মধ্যে অর্থদণ্ডের টাকা বাদীর অনুকূলে আদায়ের নির্দেশ দেন। অনথ্যায় বাদী ফৌজদারী কার্যবিধির ৩৮৬ ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলেও উল্লেখ করা হয়।

আদেশে আরও বলা হয়েছে, এই মামলায় আসামি মোহাম্মদ রাসেল যদি হাজতবাস করে থাকে, তবে তা প্রদত্ত কারাদণ্ড থেকে বাদ যাবে। 

রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী এনামুল হক বলেন, ইভ্যালির এমডি রাসেলের বিরুদ্ধে ৪টি চেক ডিজঅনারের মামলা করি। আদালত মামলাটির রায় ঘোষণা করেছেন। রাসেলের বিরুদ্ধে প্রথম চেক ডিজঅনারের মামলার রায় এটি। আশা করছি রায় বাস্তবায়নের মাধ্যমে আমি আমার পাওনা টাকা পাব। 

এর আগে ৮ লাখ ৮৫ হাজার টাকার ৪টি চেক ডিজঅনারের অভিযোগে রাসেলের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন এনামুল হক। 

জানা যায়, শুধু এ মামলাটিই নয়। পণ্য না দিয়ে প্রতারণা ও চেক ডিজঅনারের অভিযোগে ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী শামীমার বিরুদ্ধে অর্ধ শতাধিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলায় গ্রেপ্তার হয়ে একাধিকবার রিমান্ডেও গেছেন এ দম্পতি। পরে জামিন পেয়ে পলাতক হন তারা। অনেক মামলায় রায় হলেও পলাতক রয়েছেন তারা।

Read Entire Article