ইমরানুর নেই, দ্রুততম মানব কে!

1 month ago 28

সেনাবাহিনীর সঙ্গে চুক্তি শেষ, ইমরানুর রহমান এখন নৌবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ। টানা চারবারের দ্রুততম মানব কাগজ-কলমে নৌবাহিনীর বহরে থাকলেও আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া জাতীয় অ্যাথলেটিকসের ট্র্যাকে দেখা যাবে না লন্ডন প্রবাসী স্প্রিন্টারকে। ইমরানুর রহমানের শূণ্যতায় কার মাথায় উঠছে দ্রুততম মানবের মুকুট!

দ্রুততম মানবের লড়াই সীমাবদ্ধ থাকার কথা সেনাবাহিনী এবং নৌবাহিনীর মধ্যে। সেনাবাহিনীর স্প্রিন্টারের যুবায়েদ ইসলাম ও মো. তারেক লড়বেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও রাকিবুল ইসলামের সঙ্গে। চার স্প্রিন্টারকে টপকে নতুন কারোর উঠে আসার সম্ভাবনা কম। কিন্তু ১০০ মিটার স্প্রিন্ট বলে কথা—এখানে আগ বাড়িয়ে কিছু বলা কঠিন না, অসম্ভব! সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় যা জানা গেছে, তা হচ্ছে—যুবায়েদ ইসলাম, মো. তারেক, মোহাম্মদ ইসমাইল এবং রাকিবুল ইসলাম ফেভারিট। চারজনের মধ্যে রাকিবুল ইসলামকে এগিয়ে রাখা হচ্ছে।

নারী বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে শিরিন আক্তার বরাবরই ফেভারিট। শিরিন আক্তারের জন্য এবারের আসর অকশ্য ভিন্ন। কারণ এবার তিনি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে ১০০ মিটার স্প্রিন্টে ট্র্যাকে নামার বিরল ঘটনা জন্ম দিতে যাচ্ছেন নৌবাহিনীর এ স্প্রিন্টার। নারী বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে একবার শিরিনকে হারিয়ে দেওয়া সুমাইয়া দেওয়ান এবারও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেন। কারোর মতে, এবার সুমাইয়া দেওয়ান ফেভারিট!

Read Entire Article