ইমরানের সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছেন বোন উজমা খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন না কি মারা গেছেন? বিশ্বজুড়ে এই একটি প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর খুঁজছেন তার সমর্থকরা। অবশেষে হয়তো সেই উত্তর পাওয়া যাবে।  গুজব ছড়ানোর পর পরই ইমরান খানের বোনেরা কারাগারের সামনে বিক্ষোভ করেন। তারা খানের সঙ্গে দেখা করার অনুমতি দাবি করেন। কিন্তু পুলিশ তখন পিটিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর পাকিস্তানের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় অবশেষে বোন উজমা খান দেখা করার অনুমতি পেয়েছেন। তিনি আজই ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। জিও নিউজের বরাতে জানা যায়, উজমাকে জানানো হয়েছে, তিনি কারাগারের ভেতরে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন। দেশটির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ তাকে এ অনুমতি দিয়েছে। ইমরান এই কারাগারে বন্দি রয়েছেন। ধারণা করা হচ্ছে, কারাগার থেকে বেরিয়ে উজমা গুজবের সত্য-মিথ্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। জানা গেছে, অনুমতি পাওয়ার পরও আদিয়ালা কারাগারের দিকে যাওয়া সড়কটি বন্ধ করে রেখেছে বিপুলসংখ্যক পুলিশ। তাই বোন আলিমার সঙ্গে হেঁটেই আদিয়ালা কারাগারের দিকে রওনা দেন উজমা। এদিকে পাকিস্তান ত

ইমরানের সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছেন বোন উজমা খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন না কি মারা গেছেন? বিশ্বজুড়ে এই একটি প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর খুঁজছেন তার সমর্থকরা। অবশেষে হয়তো সেই উত্তর পাওয়া যাবে। 

গুজব ছড়ানোর পর পরই ইমরান খানের বোনেরা কারাগারের সামনে বিক্ষোভ করেন। তারা খানের সঙ্গে দেখা করার অনুমতি দাবি করেন। কিন্তু পুলিশ তখন পিটিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর পাকিস্তানের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়।

পরিস্থিতি বিবেচনায় অবশেষে বোন উজমা খান দেখা করার অনুমতি পেয়েছেন। তিনি আজই ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। জিও নিউজের বরাতে জানা যায়, উজমাকে জানানো হয়েছে, তিনি কারাগারের ভেতরে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন।

দেশটির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ তাকে এ অনুমতি দিয়েছে। ইমরান এই কারাগারে বন্দি রয়েছেন। ধারণা করা হচ্ছে, কারাগার থেকে বেরিয়ে উজমা গুজবের সত্য-মিথ্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।


জানা গেছে, অনুমতি পাওয়ার পরও আদিয়ালা কারাগারের দিকে যাওয়া সড়কটি বন্ধ করে রেখেছে বিপুলসংখ্যক পুলিশ। তাই বোন আলিমার সঙ্গে হেঁটেই আদিয়ালা কারাগারের দিকে রওনা দেন উজমা।

এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।

তিনি বলেন, কারা কর্তৃপক্ষকে রাজনৈতিকভাবে চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। সাক্ষাৎ-ব্যবস্থাপনা সম্পূর্ণ কারা প্রশাসনের বিষয়, এটি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow