দক্ষিণ ইরাকের তপ্ত মরুভূমির মধ্য দিয়ে ৫০০ কিলোমিটারের পবিত্র যাত্রায় মজিদ আল-কারিম পায়ে হেঁটে রওনা হয়েছেন। কিন্তু তিনি এর জন্য পর্যাপ্ত প্রস্তুত নন। তিনি স্যান্ডেল এবং কালো পোশাক পরেছেন, যা তাপ শোষণ করে। হাঁটার জন্য হাতের লাঠি হিসেবে একটি কাঠের ঝাড়ুর হাতল বহন করছেন। কষ্ট সহ্য করাই এর উদ্দেশ্য।
তার যাত্রা নবী মুহাম্মদের (সাঃ) নাতি হুসাইনের জন্য শোক ও গৌরব প্রকাশ করে। তিনি প্রায় ১৪০০ বছর আগে... বিস্তারিত