ইরানকে বোঝাতে চীনের দারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র

2 months ago 5
মার্কিন হামলার পর ইরান তার কৌশলগত অস্ত্র প্রয়োগ করতে পারে। এ ভয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র ইরানকে বোঝাতে চীনের দারস্থ হচ্ছে। খবর রয়টার্সের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে উৎসাহিত করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এমন আহ্বান এলো। ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স উইথ মারিয়া বার্টিরোমো প্রোগ্রামে রুবিও এ মন্তব্য করেন। অপরদিকে ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছে। এ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস প্রবাহিত হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করা রুবিও বলেন, আমি বেইজিংয়ের সরকারকে এ বিষয়ে তাদের (ইরানের) সঙ্গে কথা বলার জন্য উৎসাহিত করছি। কারণ চীন তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভর করে। তিনি আরও বলেন, যদি ইরান তা বন্ধ করে তবে এটি আরেকটি ভয়ংক ভুল হবে। এটি তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা। আমাদের কাছে এর মোকাবিলার বিকল্প রয়েছে। তবে অন্যান্য দেশেরও এটির দিকে নজর দেওয়া উচিত। এটি আমাদের অর্থনীতির তুলনায় অন্য দেশের অর্থনীতিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে। রুবিও বলেন, প্রণালী বন্ধ করার পদক্ষেপ একটি ব্যাপক উত্তেজনা বৃদ্ধি করবে। যা যুক্তরাষ্ট্র এবং অন্যদের পক্ষ থেকে প্রতিক্রিয়ার দাবি রাখবে। রুবিওর এ বক্তব্যের পর ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১৪টি বাংকার-বাস্টার বোমা, দুই ডজনের বেশি টমাহক মিসাইল এবং ১২৫টির বেশি সামরিক বিমান ব্যবহার করে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এদিকে তেহরান নিজেকে রক্ষায় সব কিছু করার অঙ্গীকার করেছে। তবে রুবিও রোববার প্রতিশোধের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ হবে তাদের করা সবচেয়ে খারাপ ভুল। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত।
Read Entire Article