ইরানি ড্রোন প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করেছে ফ্রান্স

2 months ago 5

ইসরায়েলকে ইরানি ড্রোন প্রতিহত করতে সহায়তা করেছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লকোহনু ফ্রান্সের পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। 

তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে ১০টিরও কম ড্রোনকে প্রতিহত করেছে বলে আমি নিশ্চিত করতে পারি।

তার মতে, ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলে প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। এই সংঘাতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তেহরানকে সহায়তা দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছেন, মার্কিন হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে এবং বছরের পর বছর পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, যদিও তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে বলে ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়েছেন। খবর বিবিসির।

এর আগে পেন্টাগনের একটি গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া প্রাথমিক মূল্যায়ণে বলা হয়, মার্কিন বোমা হামলার পরেও ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত আছে। এরপরও হোয়াইট হাউজ আনুষ্ঠানিকভাবে দাবি করছে, ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস হয়েছে’ এবং একে ‘অতুলনীয় সাফল্য’ হিসেবে উল্লেখ করছে।

টিটিএন

Read Entire Article