ইরানে এক ডজনেরও বেশি সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

2 months ago 7

ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার (২১ জুন) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইডিএফ।

সামাজিক যোগযোগ মাধ্যম এক্স-এ আইডিএফ লিখেছে, ‘আজ সকালে গোয়েন্দা বিভাগের (ইসরায়েলের) গোয়েন্দা নির্দেশনায় প্রায় ৩০টি যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিম ইরানের মাহভাজ এলাকায় ৫০টিরও বেশি যুদ্ধাস্ত্রসহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, মিসাইল লঞ্চার এবং অন্যান্য সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, ‘ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখার জন্য আইডিএফ ইরানি সরকারের সামরিক সক্ষমতার ওপর আক্রমণ তীব্রতর করে চলেছে’।

সূত্র: বিবিসি

বিএ

Read Entire Article