ইরানে বিক্ষোভ দমনে বিদেশি মিলিশিয়া মোতায়েনের অভিযোগ

ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে হিজবুল্লাহ সদস্য ও ইরাকি মিলিশিয়া মোতায়েনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফারসি ভাষার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ উদ্বেগের কথা জানানো হয়। খবর ইরান ইন্টারন্যাশনালের।  পোস্টে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে হিজবুল্লাহর যোদ্ধা ও ইরাকি মিলিশিয়াদের ব্যবহার করেছে বলে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে, তা যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, ইরানি কর্তৃপক্ষ ইরানের জনগণের বিপুল সংখ্যক অর্থ ব্যয় করেছে, যা তারা তথাকথিত সন্ত্রাসী প্রক্সি বাহিনীর পেছনে খরচ করেছে। ওই বাহিনীগুলোকে নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হলে তা জনগণের সঙ্গে আরেকটি গভীর বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানে চলমান বিক্ষোভ ও তা দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

ইরানে বিক্ষোভ দমনে বিদেশি মিলিশিয়া মোতায়েনের অভিযোগ

ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে হিজবুল্লাহ সদস্য ও ইরাকি মিলিশিয়া মোতায়েনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফারসি ভাষার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ উদ্বেগের কথা জানানো হয়। খবর ইরান ইন্টারন্যাশনালের। 

পোস্টে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে হিজবুল্লাহর যোদ্ধা ও ইরাকি মিলিশিয়াদের ব্যবহার করেছে বলে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে, তা যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, ইরানি কর্তৃপক্ষ ইরানের জনগণের বিপুল সংখ্যক অর্থ ব্যয় করেছে, যা তারা তথাকথিত সন্ত্রাসী প্রক্সি বাহিনীর পেছনে খরচ করেছে। ওই বাহিনীগুলোকে নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হলে তা জনগণের সঙ্গে আরেকটি গভীর বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানে চলমান বিক্ষোভ ও তা দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow