ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে : ট্রাম্প

ইরানে চলমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী বিক্ষোভে প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে তেহরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র তাদের ‘উদ্ধারে’ এগিয়ে আসবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। পোস্টে তিনি লেখেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরোনো অভ্যাস। যদি তারা আবারও এমন কাজ করে, যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।’ চরম অর্থনৈতিক সংকট, মুদ্রার দরপতন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে গত রোববার ইরানের রাজধানী তেহরানে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। অল্প সময়ের মধ্যেই এই আন্দোলন দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একাধিক অঞ্চলে বিক্ষোভ সহিংস রূপ নেয়। ইরানের আধা সর

ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে : ট্রাম্প

ইরানে চলমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী বিক্ষোভে প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে তেহরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র তাদের ‘উদ্ধারে’ এগিয়ে আসবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। পোস্টে তিনি লেখেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরোনো অভ্যাস। যদি তারা আবারও এমন কাজ করে, যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।’

চরম অর্থনৈতিক সংকট, মুদ্রার দরপতন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে গত রোববার ইরানের রাজধানী তেহরানে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। অল্প সময়ের মধ্যেই এই আন্দোলন দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একাধিক অঞ্চলে বিক্ষোভ সহিংস রূপ নেয়।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পশ্চিম ইরানের লোরদেগান ও আজনা শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে বিক্ষোভকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, লোরদেগান ছাড়াও মধ্য ইরানের ইসফাহান প্রদেশে একজন বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছেন। একই সঙ্গে কেরমানশাহ, খুজেস্তান ও হামেদান প্রদেশে বিক্ষোভকারীদের আটকের খবরও পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের মার্ভদাশত শহরেও বৃহস্পতিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, কুহদাশতে তাদের অধিভুক্ত বাসিজ স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনীর এক সদস্য নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। তবে মানবাধিকার সংগঠন হেঙ্গাও বলছে, নিহত ওই ব্যক্তি বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং নিরাপত্তা বাহিনীর গুলিতেই তার মৃত্যু হয়।

এদিকে এসব প্রাণহানির খবর আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও রয়টার্স জানিয়েছে, সংঘর্ষ ও মৃত্যুর সব তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

চলমান এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow