ইরানে মার্কিন সামরিক হামলা হুমকিস্বরূপ : জমিয়ত

2 months ago 5
ইরানের ভূখণ্ডে মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। রোববার (২২ জুন) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান। জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নেতারা বিবৃতিতে আরও বলেন, এই হামলা শুধু একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি হুমকিস্বরূপ। এমন আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচারের পরিপন্থি। আমরা বিশ্বাস করি, মুসলিম বিশ্বের একতা ও প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা ঘটানো হয়েছে। নেতারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো, ওআইসি এবং শান্তিকামী সব শক্তির প্রতি এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান।
Read Entire Article