ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে অবশেষে মুখ খুলল চীন

2 months ago 5

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে এর কঠোর নিন্দা জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, ইরানের যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলো জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র নজরদারির আওতাভুক্ত ছিল। এ ধরনের স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে।

চীন আরও বলেছে, ‘এই ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি করেছে এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে।’ 

বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে চীন বলেছে, ‘সংশ্লিষ্ট সব পক্ষ, বিশেষ করে ইসরায়েল, যেন দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছায়, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে এবং কূটনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের পথ গ্রহণ করে।’

চীন দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যপ্রসূত হিসেবে দেখে আসছে এবং সংকট নিরসনে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে।

সূত্র : আল জাজিরা
 

Read Entire Article