ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এই অবস্থান পুনর্ব্যক্ত করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।  বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে ইউএই কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না। বর্তমান সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষাই সর্বোত্তম পথ বলে উল্লেখ করে দেশটি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, একটি মার্কিন নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানের পরিস্থিতির ওপর ওয়াশিংটন ঘনিষ্ঠ নজর রাখছে। যদিও শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।    উল্লেখ্য, আবুধাবির কাছে আল-ধাফরা বিমানঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছেন, যা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এদিকে, ইরানে গত বছরের ডিসেম্বরের শেষ দি

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এই অবস্থান পুনর্ব্যক্ত করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।  বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে ইউএই কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না। বর্তমান সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষাই সর্বোত্তম পথ বলে উল্লেখ করে দেশটি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, একটি মার্কিন নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানের পরিস্থিতির ওপর ওয়াশিংটন ঘনিষ্ঠ নজর রাখছে। যদিও শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।    উল্লেখ্য, আবুধাবির কাছে আল-ধাফরা বিমানঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছেন, যা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এদিকে, ইরানে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে, সাম্প্রতিক বিক্ষোভে অন্তত ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow