‘ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের ওপর হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। এমন কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি। শুক্রবার তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, বাস্তবতা হলো, বিশেষ করে ইসরায়েল ইরানে আঘাত হানার সুযোগ খুঁজছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো ভিন্ন কোনো পথ বেছে নেবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুপক্ষই কি একই অবস্থানে রয়েছে, এমন প্রশ্নের জবাবে ফিদান বলেন, এ ক্ষেত্রে ইসরায়েলই বিশেষভাবে এমন সুযোগের দিকে তাকিয়ে আছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডে এ তথ্য জানিয়েছে। ফিদান আরও জানান, সাম্প্রতিক তেহরান সফরে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এসব উদ্বেগের কথা ভাগাভাগি করেছেন। তার ভাষায়, একজন বন্ধু হিসেবে তিনি পুরো প্রক্রিয়া নিয়ে স্পষ্টভাবে কথা বলেছেন, কারণ বন্ধু অনেক সময় কঠিন সত্যও বলে থাকে। এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, তুরস্ক ইরানে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং প্রতিবেশী

‘ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের ওপর হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। এমন কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, বাস্তবতা হলো, বিশেষ করে ইসরায়েল ইরানে আঘাত হানার সুযোগ খুঁজছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো ভিন্ন কোনো পথ বেছে নেবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুপক্ষই কি একই অবস্থানে রয়েছে, এমন প্রশ্নের জবাবে ফিদান বলেন, এ ক্ষেত্রে ইসরায়েলই বিশেষভাবে এমন সুযোগের দিকে তাকিয়ে আছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডে এ তথ্য জানিয়েছে।

ফিদান আরও জানান, সাম্প্রতিক তেহরান সফরে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এসব উদ্বেগের কথা ভাগাভাগি করেছেন। তার ভাষায়, একজন বন্ধু হিসেবে তিনি পুরো প্রক্রিয়া নিয়ে স্পষ্টভাবে কথা বলেছেন, কারণ বন্ধু অনেক সময় কঠিন সত্যও বলে থাকে।

এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, তুরস্ক ইরানে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং প্রতিবেশী দেশটির শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।

এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে বলেন, শত্রুপক্ষের যেকোনো হামলাকে তেহরান সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাকর বক্তব্যের ধারাবাহিকতায় এ মন্তব্য এসেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে লক্ষ্য করে উপসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর একটি বড় বহর পাঠানো হয়েছে। আগের সপ্তাহে ইরানবিরোধী কড়া অবস্থান থেকে কিছুটা সরে আসার পর আবারও তার বক্তব্যে উত্তেজনা বাড়ে।

ইরানের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তবে কঠোর জবাব দেওয়া হবে। তিনি জানান, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

ইরানি কর্মকর্তার ভাষায়, সীমিত বা পূর্ণমাত্রার যে কোনো ধরনের হামলা হলে সেটিকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং তার জবাব হবে সবচেয়ে কঠিন উপায়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow