ইরানের কলিজায় আঘাত করেছে ইসরায়েল

2 months ago 48
ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ঘন ঘন বিমান হামলা ও বিশেষ অভিযান চালিয়ে দেশটির পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ডারদের ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। ইরানি গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বলছে, নাতানজ পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। অপরদিকে রাজধানী তেহরানে ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর সদর দপ্তিতে হামলায় এর শীর্ষ কমান্ডার হোসেন সালামিসহ অনেকে নিহত হন। ইরান ও আশেপাশের অনেক দেশে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান চলাচল অনেকাংশে বন্ধ রয়েছে। কারণ যে কোনো মুহূর্তে আবার হামলা হতে পারে। যুক্তরাষ্ট্র বলেছে, এই হামলায় ওয়াশিংটন জড়িত ছিল না এবং তারা চাইছে উত্তেজনা আর না বাড়ুক। অপরদিকে, ওয়াশিংটন ওয়াল স্ট্রিট ও এশিয়ার পুঁজিবাজারে অস্থিরতা দেখা দিয়েছে এই হামলায়।
Read Entire Article