ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

3 months ago 46
ইরানের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনার পর গ্যাসক্ষেত্র এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে সেখানে। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ ও অন্যান্য স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত এই গ্যাসক্ষেত্রের অবকাঠামো লক্ষ্য করে বোমা বর্ষণের পর সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গ্যাস ক্ষেত্রের এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে ধারণা করা হচ্ছে। এ হামলার মাধ্যমে ইসরায়েল-ইরান চলমান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ পার্স বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। এটি ইরান ও কাতারের জলসীমা বরাবর বিস্তৃত। ইরানের অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম।
Read Entire Article