ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ‘ভুল তথ্য’ দিয়েছে গোয়েন্দা বিভাগ : ট্রাম্প

2 months ago 6

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ভুল ছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি। এসময় জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডকেও ভুল বলেন তিনি। 

তুলসি গ্যাবার্ড সম্প্রতি জানিয়েছিলেন, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। ট্রাম্পকে একজন সাংবাদিক একথা জানাতেই তিনি বলেন, ‘সে (তুলসি গ্যাবার্ড) ভুল বলেছে।’ 

ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার কাছে আছে কি না, অথচ তার গোয়েন্দা সংস্থা আগেই বলেছে যে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই। ট্রাম্প জবাব দেন, ‘তাহলে আমার গোয়েন্দা সংস্থা ভুল। গোয়েন্দা সংস্থায় কে এটা বলেছে?’

সাংবাদিক বলেন, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড। ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, ‘সে ভুল বলেছে।’

ইরান-ইসরায়েল চলমান সংঘাত নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধের ময়দানে ইসরায়েল ভালো করছে। আপনারা বলতে পারেন, ইরান ততটা ভালো করছে না। 

তিনি আরও জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব এলে তিনি তা সমর্থন করতে পারেন। তবে ইউরোপ এই সংঘাতে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন অভিযোগে গত ১৩ জুন ভোরে দেশটিতে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ব্যাপক সামরিক হামলা চালায় ইসরায়েল। অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসভবন ছিল মূল লক্ষ্য। 

ইসরায়েলের এই হামলার জবাবে ইরানও পাল্টা প্রতিরক্ষামূলক হামলা চালায় ইসরায়েলের অভ্যন্তরে। দুদেশের মধ্যে হামলা-পাল্টা হামলা এক সপ্তাহ পরও চলমান রয়েছে। 

Read Entire Article