ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়

2 months ago 6

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের হামলার পর সেখানে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন এখনো সম্পূর্ণ হয়নি। তাই কী ধ্বংস হয়েছে আর কী অবশিষ্ট আছে, সে বিষয়ে মন্তব্য করা এখনই খুব তাড়াহুড়ো হবে।

তিনি ইরানি পাল্টা আক্রমণের সম্ভাবনার পেরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের সুরক্ষা বিষয়েও কোনো নির্দিষ্ট পদক্ষেপ জানাতে অস্বীকৃতি জানান।

তবে জেনারেল কেইন জোর দিয়ে বলেন, আমাদের যৌথ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের জনগণ, সব বাহিনী আমাদের আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য প্রস্তুত।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) ও শুক্রবার (২০ জুন) তোলা ম্যাক্সার টেকনোলজির উপগ্রহ চিত্রে দেখা গেছে, ইরানের ফরদো পারমাণবিক স্থাপনার প্রবেশপথের কাছে ১৬টি কার্গো ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, যেগুলোর বেশিরভাগই পরে প্রায় ১ কিলোমিটার উত্তর-পশ্চিমে সরিয়ে নেওয়া হয়েছে।

ছবিগুলোতে আরও দেখা যায়, ফরদোর মূল টানেলের প্রবেশমুখের পাশে দাঁড়িয়ে রয়েছে বুলডোজার ও ভারী যানবাহন, যার মধ্যে একটি ট্রাক সরাসরি টানেলের প্রবেশপথে অবস্থান করছিল।

বিশেষজ্ঞদের মতে, এই ট্রাক ও যন্ত্রপাতির উপস্থিতি হয়তো গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়ার বিষয়টি ইঙ্গিত করছে কিংভা জরুরি নিরাপত্তা প্রস্তুতি ও সম্ভাব্য প্রতিরোধমূলক প্রতিক্রিয়ার চিত্র।

ফরদো স্থাপনাটি ইরানের অন্যতম সংবেদনশীল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের নিচে তৈরি হওয়ায় আকাশপথ থেকে ধ্বংস করা কঠিন। এই স্থানটি কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিকবার এটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

Read Entire Article